চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটি হেফজুল উলুম কামিল মাদ্রাসায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার হিফারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান।
এসময় তিনি বলেন, আন্দোলনে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তারা জীবন্ত শহীদে পরিনত হয়েছেন, হাসপাতালে গত দুই মাসের অধিক সময় ধরে তারা আছেন, অন্যেও সাহাস্য ছাড়া তারা কিছুই করতে পারেন না, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে যা বুঝতে পারি যতদিন তারা বেঁচে থাকবেন, এভাবেই তাদের বেঁচে থাকতে হবে।
জালিমরা অনেকের চোখের আলো কেড়ে নিয়েছে, তাদের অন্ধকাওে ঠেলে দিয়েছে। এদের খুনি সরকার কি জবাব দিবে।
বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের রোকন কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়া কাজে ভূমিকা পালন করার আহ্বান জানান।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে সুধী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান।