ভোলার- তজুমউদ্দিন উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছেন।
গত (১৪ অক্টোবর ২০২৪) শনিবার বিকাল ৫ টার দিকে গোলক পুর মাদ্রাসার ভবনের নিচে এ ঘটনা ঘটে।
জানা যায়, তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলক পুর ৩ নং ওয়ার্ডে ১৪ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় সামছল,মফিজল এর সাথে দ্বন্দ্ব চলছিল দ্বীন ইসলাম এর সাথে।
এরইমধ্যে শনিবার বিকাল ৫ টার দিকে তজুমউদ্দিন উপজেলার ভূমি কর্মকর্তা এসিল্যান্ড বরাবর দ্বীন ইসলাম অভিযোগ করলে গোলক পুর মাদ্রাসায় উভয় পক্ষকে নিয়ে বসেন, এক পর্যায়ে উভয় পক্ষের কিছু কাগজ না থাকায়,তার পরের দিন উভয় পক্ষকে কাগজ নিয়ে তজুমউদ্দিন উপজেলায় এসিল্যান্ডের কাছে আসার জন্য বলা হয়,পরে ভূমি কর্মকর্তা ঘটনা স্হল ত্যাগ করার কিছুক্ষণ পরেই, সামছল, মফিজ, অলি উল্ল্যাহ,ইয়াছিন, নাজিম উদ্দীন, মাকসুদ ফরিদ সহ মোট ২০-২৫ জন মিলে গোলক পুর মাদ্রাসার ভবনের নিচে দ্বীন ইসলাম ও তার ছেলে আল আমিন এর ওপর হামলা করেন। এতে লাঠির আঘাতে এবং মারপিটে গুরুতর আহত হয় দ্বীন ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তজুমউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভোলা সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় আহত দ্বীন ইসলামের ছেলে আল আমীন বাদী হয়ে তজুমউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন।
বাদী আল আমীন বলেন- আমার বাবাকে এতোগুলা লোক এইভাবে মারলো তার একটি ভিডিও ফুটেজ থানায় দেখানোর পরও এখনও কোন মামলা নেয়নি, ঘটনার ৬ দিন যাওয়ার পর গতকাল একটি অভিযোগ নেন, আমি এর সুষ্ঠু বিচার চাই।
তজুমউদ্দিন থানার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।