পটুয়াখালী সদর উপজেলাধীন পোস্ট, গেড়াখালী সাং চারাবুনিয়া,থানা ও জেলা পটুয়াখালী। গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগে ৩ জনকে আসামি করে গত সোমবার ৩০(সেপ্টেম্বর) ২০২৪ ইং পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে পিটিশন নং ৫৮২/২৪ এ মামলা রুজু করা হলে
আদালতের নির্দেশে পটুয়াখালী সদর থানায় এজাহার প্রসঙ্গে পাঠানো হয় ৷
আসামিরা হলেন-মোঃ দেলোয়ার আকন (৪৫)পিতা মোঃ ছত্তার আকন,মোঃগোলাম হোসেন (৪২)পিতা মৃত আনোয়ার মুন্সি, মোঃ আল-আমিন (৪০)পিতা মোঃ মন্নান হাওলাদার সর্বস্বাং চারাবুনিয়া,পোস্ট গেড়াখালী,থানা ও জেলা পটুয়াখালী
গত ৩০(সেপ্টেম্বর) ২০২৪ ইং আদালতে মামলা হওয়ার পরে বাদী নাসিমা বেগম ও স্বামী আনোয়ার হোসেনকে জীবন বাঁচাতে বসতবাড়ি ছাড়লেও আসামিরা বিভিন্ন সময় মুঠোফোনে হুমকি প্রদান ও জীবননাশের ভয় দেখায় ৷ বিষয়টি ৭(অক্টোবর) ২০২৪ইং রাত ৮ঘটিকায় জেলা প্রেসক্লাব,পটুয়াখালী অফিসকক্ষে মৌখিকভাবে প্রকাশ করে ৷
বিজ্ঞ আদালতে পিটিশন মামলা সূত্রে আরো জানা যায় , গত শুক্রবার ২৭ (সেপ্টেম্বর) অনুমান সন্ধ্যা ৭টার দিকে চারা বুনিয়া গ্রামে আনোয়ার হোসেনের স্ত্রী মোসাঃ নাসিমা বেগম(৪২) নিজ বসত ঘরে মামলার আসামিরা অতর্কিতভাবে আমার হাত মুখ চেপে ধরে খাটের উপর ধাক্কা দিয়ে শুয়াইয়া ফালায় এবং আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ও প্রাণ নাসের হুমকি দেয় ৷
ঘটনাস্থলে ওই গৃহবধূর ডাক চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়।
পরে ওই গৃহবধূকে ২৯(সেপ্টেম্বর)সকাল ৯ ঘটিকায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে নির্দেশ দেন। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।