সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে একাদশে জায়গা হয়নি আজম খানের। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান।
গত চার ম্যাচে প্রত্যাশিত পারফম্যান্স করতে পারেননি আজম খান। সবশেষ দুই ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি। যে কারণে ভারতের বিপক্ষে একাদশে জায়গা হয়নি আজম খানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট দল।
ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল খর্বশক্তির যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্যাকফুটে আছে।
ভারতের জন্য জয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা আর পাকিস্তানের আজ লড়াইটা জয়ে ফেরার।
শনিবার নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আয়ারল্যান্ড ম্যাচের একাদশ নিয়েই পাকিস্তানের মুখােমুখি হচ্ছে ভারত।
অন্যদিকে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে একটি। যুক্তরাষ্ট্র ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আজম খান। তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ আমির।