ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি সড়ক দুর্ঘটনার কবলে সখিপুর থানা বিএনপি’র সদস্য সচিব-মাজহারুল ইসলাম সরদার মানিকগঞ্জে নদী- খাল খননসহ দখল ও দূষন প্রতিরোধে সবুজ সংহতির মতবিনিময় সভা মৌসুমের আগেই অপরিণত মৌচাক থেকে মধু সংগ্রহ, লক্ষ্যমাত্রা অর্জন হুমকিতে লক্ষ্মীপুরে অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রি করায় জরিমানা শরীয়তপুরে মাদকসহ আটক ২ রাজধানী থেকে গ্রেফতার লক্ষ্মীপুরের আফনান হত্যা মামলার আসামি কিশোরগঞ্জে ভাঙারী দোকান থেকে মর্টারসেল উদ্ধার দেশ ও জাতীর জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে যুব অধিকার পরিষদ কে নির্দেশ কেন্দ্রীয় সভাপতি মুন্জর মোর্শেদ মামুন যাত্রাবাড়ীতে মাদকসহ আটক ৩

এডিস মশা কখন কামড়ায়? ডেঙ্গু থেকে বাঁচবেন যেভাবে

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দেশজুড়ে। ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। এ মশা কখন কামড়ায় এ নিয়ে অনেকেরই নানা মত আছে। তবে এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই বলে এমন না যে, রাতে কামড়ায় না এ মশা! এডিস মশা কখন সক্রিয় থাকে তা নিয়ে প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে সামান্য মত-পার্থক্য আছে।

এডিস মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি পছন্দ করে বেশি। আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় কিংবা গোধূলি বা সূর্যাস্তের সময় এসি মশা বেশি কামড়ায়। তবে রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশা কামড়াতে পারে।

এডিস মশা চেনার উপায়

এ সময় ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?

১. এডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
২. দিনের বেলা পায়ে মোজা পরুন।
৩. ফুল হাতার জামা পরুন।
৪. শিশুদের হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।
৫. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
৬. মশা যেন না কামড়াতে পারে এজন্য মশাবিরোধী বিভিন্ন ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।
৭. দরজা-জানালায় নেট লাগাতে হবে।
৮. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।
৯. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।
১০. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।
১১. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে। প্রয়োজনে প্রতিদিন পানি বদলে ফেলুন।
১২. বাড়ির আশপাশের ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার রাখুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

এডিস মশা কখন কামড়ায়? ডেঙ্গু থেকে বাঁচবেন যেভাবে

আপডেট সময় ১১:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দেশজুড়ে। ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। এ মশা কখন কামড়ায় এ নিয়ে অনেকেরই নানা মত আছে। তবে এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই বলে এমন না যে, রাতে কামড়ায় না এ মশা! এডিস মশা কখন সক্রিয় থাকে তা নিয়ে প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে সামান্য মত-পার্থক্য আছে।

এডিস মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি পছন্দ করে বেশি। আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় কিংবা গোধূলি বা সূর্যাস্তের সময় এসি মশা বেশি কামড়ায়। তবে রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশা কামড়াতে পারে।

এডিস মশা চেনার উপায়

এ সময় ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?

১. এডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
২. দিনের বেলা পায়ে মোজা পরুন।
৩. ফুল হাতার জামা পরুন।
৪. শিশুদের হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।
৫. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
৬. মশা যেন না কামড়াতে পারে এজন্য মশাবিরোধী বিভিন্ন ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।
৭. দরজা-জানালায় নেট লাগাতে হবে।
৮. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।
৯. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।
১০. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।
১১. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে। প্রয়োজনে প্রতিদিন পানি বদলে ফেলুন।
১২. বাড়ির আশপাশের ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার রাখুন।