আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়, পুলিশের সহযোগিতায় সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় আগামীকাল কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।
গত ২৫ জুলাই সকালে ই-মেইলে সমাবেশ করার অনুমতি চেয়ে ও বিকেলে আবার একটি জামায়াতের আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে স্বশরীরে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মস
যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আগামীকাল ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় এখনো তাদের অনুমতি দেওয়া হয়নি।’
তবে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জামায়াতের মতো যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকে উন্মুক্ত জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেন, উন্মুক্ত স্থানে জামায়াতের সমাবেশ কর্মসূচিতে অনুমতির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি
অনুমতির ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, এখন পর্যন্ত ‘না’। ওপেন কিংবা ইনডোর এখনো অনুমতি দেওয়া হয়নি জামায়াতকে