প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাবার, ফল ও জুসের প্যাকেট পাঠানোকে ‘নাটক’ বলে দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তিনি জানান, হাসপাতালে ঘুম পাড়িয়ে রাখার কারণে তাকে কে দেখতে গিয়েছিলেন তা বুঝতে পারেননি।
শনিবার (২৯ জুলাই) হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমানউল্লাহ আমান ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, “আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা আমাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা আমি বুঝতে পারিনি। চলমান আন্দোলনে আমার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে।”
আমানউল্লাহ আমান বলেন, “সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি। এতে মৃত্যু হলেও পিছপা হব না।” এ বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।