নির্ধারণ হয়ে গেছে ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল। এই আট দল সরাসরি খেলবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে। সুপার লিগে তিন নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তবুও সন্তুষ্ট নয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (৩ জুন) ওয়ানডে সুপার লিগের পারফরম্যান্স সম্পর্কে গণমাধ্যমকে তামিম বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম।’
তবে বিশ্বকাপের আগে সব দুর্বলতা কাটিয়ে উঠার ব্যাপারে আশাবাদী তামিম। তিনি আরও বলেন, ‘খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই (বিশ্বকাপে) করেছি। এই সিরিজ আছে, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে। এই সিরিজগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। যেসব জায়গায় দুর্বলতা আছে, ওইসব জায়গায় যতটুকু ভালো করা যায়।’
আসন্ন আফগানিস্তান সিরিজ প্রসঙ্গে তামিম বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে— এটি সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’