হুটহাট করেই চলে আসছে বৃষ্টি। মেঘ বৃষ্টির মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি। এদিকে যখন-তখন রোদও তার কড়া মেজাজ দেখিয়ে যাচ্ছে।
এভাবে দিনে তাপমাত্রা কমছে- বাড়ছে। আবার ভোরের দিকে ঠান্ডা লাগছে। এমন আবহাওয়ার কারণে অনেকেই এখন জ্বর-সর্দি-কাশিতে বুকছেন।
করোনার সময় এ উপসর্গ আতঙ্কের হলেও, পরীক্ষা-নিরীক্ষায় তাদের কারও কারও করোনা ও ডেঙ্গি ধরা পড়লেও অধিকাংশই ভাইরাল। এখন গ্রামেগঞ্জে প্রায় ঘরে ঘরে এখন এমন রোগী বেশি।
চিকিৎসকদের মতে, হঠাৎ বৃষ্টি, ভ্যাপসা গরম আবার কিছুটা শীতল বাতাস এ সময়ের এমন আবহাওয়ায় শ্বাসতন্ত্র সহজেই সংক্রমিত হয়ে সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন।
এ ছাড়া ঘামেভেজা জামাকাপড় পরে থাকা, দীর্ঘক্ষণ গোসল করা, রাতে একটানা দীর্ঘসময় এসি চালানো, ফ্রিজের ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়ার কারণে ঠান্ডা লেগেও এখন সর্দি-কাশি দেখা দিচ্ছে।