প্রথমবারের মতো গাজীপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। প্রথমবারের মতো ইভিএমে ভোট হলেও কোনো ধরণের ভোগান্তি ছাড়াই ভোট দিতে পারছেন ভোটাররা।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখিা গেছে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সিটি করপোরেশন গঠনের পর তৃতীয়বারের মতো এ নির্বাচন হচ্ছে। নগরীর ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। নির্বাচন কমিশন সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই নির্বাচন মনিটর করছে।
তবে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সফল করার লক্ষ্যে নির্বাচন কমিশনসহ (ইসি) সংশ্লিষ্টরা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম কামরুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে ও কক্ষে একটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।