গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে যা চলবে টানা বিকেল ৪ টা পর্যন্ত।
সকাল থেকে নির্বাচনী এলাকাল কেন্দ্রে ভোটারদের দেখা গেছে উপচেপড়া ভিড় । সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে পুরুষদের পাশাপাশি নারীদেরও উপস্থিতি চোখে পড়ার মতো লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে মহানগরীর বেশ কয়েকটি কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের মতো নারীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
ভোট দিয়ে এসছে রানী বেগম। তিনি বলেন, জীবনে প্রথম ইভিএম মেশিনে ভোট দিলাম। আগে মনে করতাম ইভিএম জটিল প্রক্রিয়া তবে এত সহজে ভোট দিতে পারবো বুঝতে পারিনি।
উল্লেখ্য, গাজীপুর সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৩২ প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।