ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা প্রয়োজন ছাড়া প্রকল্প তৈরি নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা রেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তারা।

লিভিংস্টোন ঝড়ের পরও সূর্যের তাপে পুড়লো পাঞ্জাব

স্কোরবোর্ডে ২১৪ রান তুলে কিছুটা হলেও স্বস্তিতেই ছিল পাঞ্জাব কিংস। যত ভালো উইকেট আর ভালো ব্যাটিং লাইন-আপই থাক না কেন, ওভারপ্রতি দশের বেশি রান তোলা সব সময়ই চ্যালেঞ্জিং। কিন্তু রান তাড়ায় সূর্যকুমার যাদব আর ঈশান কিষান যেভাবে ব্যাট চালিয়ে গেলেন, লক্ষ্যটা আরও বড় হলেও মুম্বাইয়ের সমস্যা হতো না।

৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। পাঞ্জাব আছে সাতে। দুই দলেরই পয়েন্ট ১০ করে।

দুই শর বেশি রান তাড়ায় শূন্য রানেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বাই। ক্যামেরন গ্রিনকে নিয়ে কিষানের পরের জুটিতে ওঠে ৫৪ রান। মূলত তৃতীয় উইকেটেই মুম্বাইকে জয়ের কাছাকাছি নিয়ে যান কিষান সূর্যকুমাররা। ৯.১ ওভার স্থায়ী জুটিতে ১১৬ রান তুলে নেন দুজনে। স্যাম কারেনকে টানা চার বলে ২ ছয় ২ চার মেরে ২২ বলে ফিফটি তুলে নেন সূর্যকুমার। কিষান ৫০ পূর্ণ করেন ২৯ বলে।

দুজনের শতরানের জুটি ভাঙে নাথান এলিসের বলে সূর্যকুমার আর্শদীপের ক্যাচ হলে। ৩১ বলে ৬৬ রান করেন সূর্যকুমার। পরের ওভারে আর্শদীপের শিকার হন ৪১ বলে ৭৫ রান করা কিষান। ৬ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যান আউট হলেও মুম্বাইয়ের জিততে সমস্যা হয়নি। তিলক ভার্মা আর টিম ডেভিড মিলে ১৬ বলে ৩৮ রান তুলে জয় নিশ্চিত করে ফেলেন। আর্শদীপ ৩.৫ ওভার বল করে দেন ৬৬ রান।

এর আগে পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মারা। প্রথম দশ ওভারে ৭৮ রান তোলা পাঞ্জাব শেষ ১০ ওভারে তোলে ১৩৬ রান। লিভিংস্টোন ৪২ বলে ৮২ আর জিতেশ ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী

লিভিংস্টোন ঝড়ের পরও সূর্যের তাপে পুড়লো পাঞ্জাব

আপডেট সময় ০১:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

স্কোরবোর্ডে ২১৪ রান তুলে কিছুটা হলেও স্বস্তিতেই ছিল পাঞ্জাব কিংস। যত ভালো উইকেট আর ভালো ব্যাটিং লাইন-আপই থাক না কেন, ওভারপ্রতি দশের বেশি রান তোলা সব সময়ই চ্যালেঞ্জিং। কিন্তু রান তাড়ায় সূর্যকুমার যাদব আর ঈশান কিষান যেভাবে ব্যাট চালিয়ে গেলেন, লক্ষ্যটা আরও বড় হলেও মুম্বাইয়ের সমস্যা হতো না।

৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। পাঞ্জাব আছে সাতে। দুই দলেরই পয়েন্ট ১০ করে।

দুই শর বেশি রান তাড়ায় শূন্য রানেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বাই। ক্যামেরন গ্রিনকে নিয়ে কিষানের পরের জুটিতে ওঠে ৫৪ রান। মূলত তৃতীয় উইকেটেই মুম্বাইকে জয়ের কাছাকাছি নিয়ে যান কিষান সূর্যকুমাররা। ৯.১ ওভার স্থায়ী জুটিতে ১১৬ রান তুলে নেন দুজনে। স্যাম কারেনকে টানা চার বলে ২ ছয় ২ চার মেরে ২২ বলে ফিফটি তুলে নেন সূর্যকুমার। কিষান ৫০ পূর্ণ করেন ২৯ বলে।

দুজনের শতরানের জুটি ভাঙে নাথান এলিসের বলে সূর্যকুমার আর্শদীপের ক্যাচ হলে। ৩১ বলে ৬৬ রান করেন সূর্যকুমার। পরের ওভারে আর্শদীপের শিকার হন ৪১ বলে ৭৫ রান করা কিষান। ৬ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যান আউট হলেও মুম্বাইয়ের জিততে সমস্যা হয়নি। তিলক ভার্মা আর টিম ডেভিড মিলে ১৬ বলে ৩৮ রান তুলে জয় নিশ্চিত করে ফেলেন। আর্শদীপ ৩.৫ ওভার বল করে দেন ৬৬ রান।

এর আগে পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মারা। প্রথম দশ ওভারে ৭৮ রান তোলা পাঞ্জাব শেষ ১০ ওভারে তোলে ১৩৬ রান। লিভিংস্টোন ৪২ বলে ৮২ আর জিতেশ ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন।