নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। আর রেকর্ডময় রাতের সব আলো কেড়ে নিয়েছেন পাক ওপেনার ফখর জামান। ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি পেলেন। সর্বশেষ গতকাল একাই করলেন ১৮০ রান। তার ১৪৪ বলে ১৮০ রানের খুনে ইনিংসে বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন ফখর।
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন ফখরের। বাবর তিন হাজার রান করেছিলেন ৬৮ ইনিংসে। অন্যদিকে, তিন হাজার রানের মাইলফলকে পৌঁছাতে ফখরের লেগেছে ৬৭ ইনিংস। অন্যদিকে, বিশ্ব ক্রিকেটে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ৩০০০ রানের তালিকায়ও দুই নম্বরে ফখর। পাক ওপেনারের সমান ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ।
অবশ্য ধরাছোঁয়ার বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। তার ৩০০০ রান করতে লেগেছিল মাত্র ৫৭ ইনিংস।
শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। তবে বড় টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন ফখর জামান। পাকিস্তানও ম্যাচটা জিতেছে ৭ উইকেটের ব্যবধানে, ১০ বল হাতে রেখেই। ব্যক্তিগত ৫০ ও ৫৫ রানে দুবার ‘জীবন’ পেলেও ১৪৪ বলে ১৮০ রানের এক ইনিংস খেলেন ফখর জামান। ১৭টি চার ও ৬ ছক্কায় শুধু বাউন্ডারি থেকেই ১০৪ রান তুলেছেন পাক এই ব্যাটার।