দারুণ সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। সর্বশেষ কোপা আমেরিকার আসর থেকে কাতার বিশ্বকাপ দিয়ে দেশটি অনন্য কীর্তি গড়ার ষোলকলা পূর্ণ করেছে। মরুর বুকে ঝড় তুলে সোনালী ট্রফি ছিনিয়ে আনার পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফিফার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকেও ছিটকে দিয়েছে তারা। এবার মেসিদের উত্তরসূরীরা নেমেছিল অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে।
আজ রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের চতুর্থ ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচটি দুই দলেরই শীর্ষে ওঠার লড়াইয়ের ম্যাচ ছিল। তবে শেষ পর্যন্ত দুই দলের কেউই জিততে পারেনি। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীদের।
জয়ের পথেই ছিল প্যারাগুয়ে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ বাঁশি বেজে ওঠার মিনিটে কয়েক আগে গোল শোধ করে আর্জেন্টাইনরা। ম্যাচের ৩৪তম মিনিটে অ্যাক্সেল ব্যালবুইনার গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। খেলার একেবারে অন্তিম মুহূর্তে কেভিন টমাস গুতেরেসের গোল লজ্জা থেকে বাঁচে আকাশী-সাদারা।
প্যারাগুয়ের বিপক্ষে জিততে না পারলেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ে প্যারাগুয়ের পয়েন্ট ৮। দুই দলই দ্বিতীয় পর্বে জায়গা নিশ্চিত করেছে।