পাঁচ বারের চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্সকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। চলতি আইপিএলে নিজেদের প্রথম দেখায় কোহলি ও ফ্যাফ ডু প্লেসির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দারুণ শুরু ফ্র্যাঞ্চাইজিটির।
রোববার (২ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুম্বাইকে আতিথ্য দেয় বেঙ্গালুরু। নিজেদের মাঠ বলেই কিনা ডু প্লেসিরা শুরু থেকেই মুম্বাইয়ের ওপর চাপ তৈরি করে। তবে শুরুটা ধীরগতির হলেও শেষপর্যন্ত ১৭২ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে রোহিত শর্মারা। তবে সেই টার্গেট মামুলি প্রমাণ করেছে আরসিবি। ২২ বল হাতে রেখেই তারা ৮ উইকেটে জয় তুলে নিয়েছে।
কোহলি ও ডু প্লেসি দুজনেই ফিফটির্ধ্বো ইনিংস খেলেছেন। তাদের মারমুখী মেজাজ ম্যাচকে করে তোলে একপেশে। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৮২ রান করেন কোহলি। তিনি খেলেছেন ৫টি ছক্কা ও ৬টি চারের মার। অন্যদিকে ৬টি ছক্কা ও ৫টি চারের বাউন্ডারিতে ৪৩ বলে ৭৩ রান করে আউট হন ডু প্লেসি।
ম্যাচের পর বিরাট কোহলি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, এবার তাদের লক্ষ্য ট্রফিই। একবারও চ্যাম্পিয়ন হতে না পারা দল শুরু থেকেই ট্রফির স্বপ্ন দেখছে। কোহলি বলেন, ‘অনেক দিন ধরেই একটা কথা বলব ভাবছিলাম, মুম্বাই পাঁচটা ট্রফি জিতেছে, চেন্নাই চারটি। যদি আমি ভুল না হই, তাহলে সবচেয়ে বেশি বার প্লে-অফে ওঠার তালিকায় আমরা সবার আগে। তিনটি দল আট বার প্লে-অফে উঠেছে। আমরাও সেখানে রয়েছি। আপাতত আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে এগোনো। দলে যাতে ভারসাম্য থাকে সেই চেষ্টাই করব। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। যেমনটা আজ হয়েছে।’
ঘরের মাঠে ফিরে জয়, তার ওপর নিজের পারফরম্যান্স, সব মিলিয়ে উচ্ছ্বসিত কোহলি। হাসতে হাসতে বলেই দিলেন, ‘অসাধারণ জয়। চার বছর পর ঘরের মাঠে ফিরেছি। এর থেকে ভাল অনুভূতি আর কী হতে পারে। প্রথম ১৭ ওভার আমরা ভালো বল করেছি। তারপরে ওদের ব্যাটাররা, বিশেষত তিলক দারুণ ব্যাট করেছে। আমাদের লক্ষ্য ছিল বেশ কিছু বল বাকি রেখে ম্যাচ শেষ করা, যাতে নেট রান রেটে সুবিধা হয়।’