জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। যে সম্পর্ক কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না।
কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে। ভুল সিদ্ধান্তের অন্ধকার হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়। সেই বিশ্বাসী সম্পর্কের সঙ্গে জড়িত ব্যক্তিকে বন্ধুত্বের আসনে বসিয়ে তাকে বন্ধু বলা যায়। বন্ধু হতে পারে এক থেকে একাধিক। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু।
পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। কখনো কখনো পাড়াপড়শি, আত্মীয়স্বজন, অপরিচিত কেউ সামনে এসে দাঁড়ায় বন্ধুর ভূমিকায়। যৌথ উদ্যোগে হাত বাড়ায় শক্ত একটি ভিত্তি গড়ার আশায়। বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভরশীল সৎ ও মননশীল চিন্তার ওপর। যার বন্ধু আছে সে কখনো গরিব নয়।
কথাটির বিপরীতে যুক্তি দাঁড় করানো বিন্দু সুযোগ নেয়।বন্ধু রামকৃষ্ণকে নগদ শুভেচ্ছা উপহার প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন এস.এসসি ১৯৯৭/৯৮ ব্যাচের তৎকালীন শিক্ষার্থী বন্ধুরা। মৌলভীবাজার জেলার বড়লেখায় এস.এসসি ১৯৯৭/৯৮ ব্যাচের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য মানবিক ফান্ড থেকে একই ব্যাচের সহপাঠী রামকৃষ্ণকে নগদ শুভেচ্ছা উপহার প্রদান করেন ১৯৯৭/৯৮ এস.এসসি ব্যাচের কয়েকজন বন্ধু।
আজ ১১ ফেব্রুয়ারি পৌর শহরের আলভিন রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় বন্ধুত্বের এক মিলনমেলায় পরিণত হয়। তাৎক্ষণিকভাবে সাত জন জড়ো হয়ে পুরনো স্মৃতিগুলো মনে করে খোশগল্প করে কিছু সময় অতিবাহিত করেন। কিন্তু তাদের সাথে উপস্থিত সহপাঠী রামকৃষ্ণের কথা তাঁরা কখনোও ভূলে যায়নি। দীর্ঘদিন থেকে অসুস্থ সহপাঠী রামকৃষ্ণের উন্নত চিকিৎসার জন্য তাদের উপহারটুকু তখন তুলে দেয়া হয়।
উপহার প্রদাকালে এস.এসসি ১৯৯৭/৯৮ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন কবির হোসেন, হারুনুর রশীদ বাদশা, জাকির হোসেন, রুহুল আমিন, জাহিদ হাসান জাবেদ ও দেলোয়ার হোসেন লিপু প্রমুখ।
এসময় দেশ-বিদেশ থেকে যে সকল বন্ধু আর্থিক সহযোগিতা, পরামর্শ দিয়েছেন সকলের প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানিয়ে সহপাঠী রামকৃষ্ণের সুস্থতার জন্য সকলের কাছে দোয়ার আবেদন জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।