১০ ই ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (আইডিইবি) মিলনায়তনে কবি নজরুল শিশু দিগন্ত এর আয়োজনে ডিজিটালাইজেশনে বাংলাদেশ ও শিশু-কিশোর মেধা বিকাশে “বিজয় শিশু শিক্ষার” ভূমিকা শীর্ষক আলোচনা পুস্তক প্রকাশনা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তফা জব্বার মন্ত্রী (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু এমপি প্রতিমন্ত্রী (সমাজ কল্যাণ মন্ত্রণালয়)
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব লায়ন এম এ আউয়াল সাবেক সংসদ সদস্য (লক্ষ্মীপুর-১) রামগঞ্জ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ম. হামিদ , বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সভাপতি (ময়মনসিংহ বিভাগ সমিতি)
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব পরিচালক (আন্তর্জাতিক টেলিকম সংস্থা টেলিযোগাযোগ অধিদপ্তর) ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এডভোকেট রায়হানা খাতুন সভাপতি কবি নজরুল শিশু দিগন্ত ময়মনসিংহ।