আজ (১০ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রি.) শুক্রবার কুমিল্লার বৃহত্তম ঈদগাঁহ বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্স এর উন্নয়ন কাজের দ্বিতীয় পর্যায়ের শুভ উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।
আজ বিকাল ০৫ টায় দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্স এর উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বুড়িচং এর পীর সাহেব আব্দুল জব্বার ফকির।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দড়িয়ার পার ঈদগাঁহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধন করে বলেন, এই ঈদগাঁহ দুটি উপজেলার (বুড়িচং- ব্রাহ্মণপাড়া ) মানুষের সেতুবন্ধন। এবং এটি কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় ঈদগাঁহ ময়দান যেটিতে ঈদগাঁহ মাঠের পাশাপাশি তিনটি বড় কবরস্থানও আছে যেখানে প্রায় দুই হাজার মানুষের কবর হবে। আমি ধন্যবাদ জানাই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণকে এবং ঈদগাঁহ কমপ্লেক্স এর সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনকে যারা এই ঈদগাঁহ স্থানটিকে কুমিল্লার মধ্যে একটি ঐতিহাসিক স্থানে পরিণত করেছেন ।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে যার শতভাগ অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না। আওয়ামী লীগ আবারো জনগণের ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ । এবং শেখ হাসিনার হাত ধরে বর্তমানের ডিজিটাল বাংলাদেশ ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
বুড়িচং ব্রাহ্মণপাড়া দরিয়ার পাড় ঈদগাঁহ কমপ্লেক্স এর সভাপতি বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাসেম খান, জেলা প্রশাসক জনাব মোঃ শামীম আলম, পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল মান্নান, বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানবৃন্দ, দুই উপজেলার সকল জনপ্রতিনিধিবৃন্দ, ঈদগাঁহ কমপ্লেক্স কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও জনসাধারণ।