নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে দ্বিশতরান করেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০। আর তৃতীয় ম্যাচে ফের সেঞ্চুরি। তাও বিধ্বংসী মেজাজে।
তিন ম্যাচের এই সিরিজে তরুণ ওপেনারের ব্যাট থেকে এসেছে ৩৬০ রান। তিন ম্যাচের এক দিনের সিরিজে বাবর আজমের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন শুভমন। স্বভাবত তাকেই সিরিজ সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। নিজের পারফরম্যান্সে খুশি শুভমন। মঙ্গলবার ম্যাচের পর পুরস্কার নিতে এসে সে কথা স্বীকারও করে নিলেন।
শুভমন বলেছেন, ভালো খেলতে পারলে একটা সুন্দর অনুভূতি তৈরি হয়। বিষয়টা বেশ সন্তোষজনক। আমি খেলার ধরন খুব একটা পরিবর্তন করিনি। আমি শুধু শুরুটা একটু বড় করে করার চেষ্টা করছি। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। নিজের কথা বলার পাশাপাশি শুভমন প্রশংসা করেছেন দলের বোলারদের। বলেছেন, আমাদের বোলাররা সত্যিই দারুণ বল করছে। এই উইকেটে বল করা সহজ ছিল না। এখানে যে কোনো রানই তোলা সম্ভব। তাও ওরা দারুণ বল করল।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে তিন ম্যাচেই শতরান করেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিন ম্যাচে তার মোট রান ছিল ৩৬০। সেই একই পরিমাণ রান করেছেন শুভমনও।