পেলেকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে সান্তোসের ভিলা বেলরিমো স্টেডিয়ামে। সেখানে ব্রাজিল তারকা নেইমারেরও যাওয়ার কথা ছিল। ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছিল, সেখানে তিনি পৌঁছেও গেছেন ইতোমধ্যেই। তবে এবার তার বাবা নেইমার সিনিয়র জানালেন, পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে আসেননি তার ছেলে।
গতকাল সোমবার পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ভিলা বেলরিমো স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নেইমার সিনিয়র। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, তার ছেলে সোমবার ভিলা বেলরিমো স্টেডিয়ামে, কিংবা আজ মঙ্গলবার তার শেষকৃত্যের কোনোটিতেই হাজির হবেন না।
তার প্রতিনিধি হয়ে তার বাবা গিয়েছিলেন ভিলা বেলরিমো স্টেডিয়ামে। সেখানে তিনি শ্রদ্ধা জানিয়েছেন পেলেকে। তিনি বলেন, ‘না, নেইমার আসছে না। তার মন খুব খারাপ। আমরা জানি তাকে হারানোর ব্যথাটা কত বেশি। আমরা একজন খেলোয়াড়কেই হারাইনি। আমরা একজন নাগরিক, একজন মানুষ পেলেকেও হারিয়েছি।’
৩০ বছর বয়সী নেইমার পিএসজির সবশেষ ম্যাচে খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। গত বুধবার স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখেন তিনি। যে কারণে লেঁসের বিপক্ষে খেলতে পারেননি তিনি। সে ম্যাচে পিএসজি হেরেছিল ৩-১ গোলে।
ধারণা করা হচ্ছে, মূলত সে কারণেই পেলের শেষকৃত্যে না গিয়ে পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার, যেন লিগের লড়াইয়ে ফিরে আসার প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া যায়। পিএসজির পরের লিগ ম্যাচ আগামী ১২ জানুয়ারি অঁজের বিপক্ষে। তার আগে শুক্রবার রাতে ফরাসি কাপের ম্যাচে এফসি শাতোঁহুর মুখোমুখি হবে তার দল।