দেশের জনপ্রিয় ইনডোর গেমস টেবিল টেনিস। সেই টেবিল টেনিস ফেডারেশন প্রায় তিন বছর সভাপতি পদ শূন্য ছিল। সেই শূন্য পদ পুরণ হয়েছে অবশেষে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মেজবাহ উদ্দিনকে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মনোনীত করা হয়েছে।
৩১ ডিসেম্বর ক্রীড়া সচিব হিসেবে মেজবাহ উদ্দিনের শেষ কর্ম দিবস ছিল। ১ জানুয়ারি থেকে তিনি অবসরকালীন ছুটিতে আছেন। অবসরকালীন ছুটির দুই দিনের মধ্যেই আবার ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হলেন। আজ মঙ্গলবার থেকে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই সচিব।
টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন আরেক সচিব হেদায়েতুল্লাহ মামুন। সাবেক এই অর্থ সচিব ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর থেকে সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
বিগত প্রায় তিন বছর তার এই ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকালে টেবিল টেনিস কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই, সাউথ এশিয়ান টিটিতে স্বর্ণ, এশিয়ান জুনিয়রে সাফল্য ছাড়াও ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদে অনুশীলন শুরু হয়েছে।