বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ জেলা কার্যালয় সুনামগঞ্জের উদ্যেগে ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে উন্মুক্ত আলোচনা করা হয়।
এসময়ে সভাপতিত্ব করেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার,ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হুসেন। এবং সভাটি সঞ্চালনা করেন,জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ শরিফ উদ্দিন। ওইসময় উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং জেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া নিরাপদ খাদ্য বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করার আহ্বান জানান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাম খান। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, মইনুল ইসলাম,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,মোঃ আসাদুজ্জামান,সুনামগঞ্জ ডিপুটি সিভিল সার্জন ডাঃ শুকদেব সাহা,সাংবাদিক জাকিয়া সুলতানা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, হাজী নুরুল মোমেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার,বেনু গোপাল দাস, জেলা মৎস্য সহকারী কর্মকর্তা মোঃ আবু তাহের,আর ডিএসএ সুনামগঞ্জ নির্বাহী পরিচালক, মিজানুল হক সরকার,নারী উদ্দোক্তা, তৃষ্ণা আক্তার রুশনা,পানসী রেস্তোরাঁর পক্ষে, সুজাত আহমদ,প্রদীপ চন্দ্র রায়,মোঃ আবুল বরকত, শহরস্ত মেজবান ডাইন ইন রেস্তোরার পক্ষে,মোতাহার হুসেন ইমাদ,শহরের ট্রাফিক পয়েন্টস্হ দেশবন্ধু মিষ্টান্ন রেস্টুরেন্টের ম্যানেজার রিপন পাল, মোঃ হারুন রশীদ সহ প্রমুখ।
উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলায় বিশেষ বিবেচনায় সাংবাদিক জাকিয়া সুলতানা, তৃষ্ণা আক্তার রুশনা,মিজানুল হক মিজান সরকার,আবুল বরকত,বিবেকান্দ দাস সহ পাঁচ জনকে পাঁচটি নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বই তুলে দেন স্হানীয় সরকার,উপপরিচালক মোঃ জাকির হুসেন।