‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়রো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই স্লোগান নিয়ে বরগুনায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে বরগুনায় র্যালি ও প্রবীণদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, প্রবীণ হিতৈশী সংঘের মহাসচিব, মনির হোসেন কামালসহ প্রবীণ হিতৈশী সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রবীণদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার ও যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রবীণরা সমাজের সম্মানিত নাগরিক। আজ যারা নবীন, কাল তারাই প্রবীণ। প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাই প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে প্রবীণদের সমাজে গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং নবীনদের উদ্দেশ্যে বলেন, সব সময় প্রবীণদের প্রতি সম্মান ও মর্যাদা দিতে হবে।
আলোচনা শেষে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা হাম-নাত, গান, গল্প, জীবনাদর্শ, চুটকি, পুথি পাঠ, লটারী ও পুরুস্কার বিতরন সর্ব শেষ দোয়া মোনাজাতের মাধ্য দিয়ে আলোচনা সভা শেষ করা হয়।
উল্লেখ্য, দিবসটি ছিল ১ অক্টোবর, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ৭ অক্টোবর পালন করা হয়।
আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মোঃ শাহজালাল, বরগুনা 























