“ক্ষুধা হবে নিরুদ্দেশ”শেখ হাসিনার বাংলাদেশ”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে অভ্যন্তরীণ আমন সংগ্রহ, ২০২২-২৩ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদামে, শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়, ১৮ই-ডিসেম্বর বিকাল ৪টায়।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুর রহমান। ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ মনিরুল জামান। সাংবাদিক, শেখ আল-নূর আহম্মেদ (ইমন)। এবং চালকল মালিক ও কৃষক বৃন্দ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাংবাদিক দের জানান, কালিগঞ্জ উপজেলায় ধান ও চাউল ক্রয় এর লক্ষ্যমাত্রা যথাক্রমে, ৮৪৭ মেট্রিক টন ধান এবং ৩০৩ মেট্রিক টন চাউল। যাহা প্রতি কেজি ধান ২৮টাকা ও প্রতি কেজি চাউল ৪২ টাকা দরে ক্রয় করা হবে। এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২৮শে-ফেব্রুয়ারি-২৩ পর্যন্ত।।