রামগঞ্জে বঙ্গবন্ধু হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্টান রামগঞ্জে পানাপাড়া স্কুল মাঠে এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ী দল মজুপুর একাদশ ও রানার্সআপ লামচর স্পোর্টিং ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.আনোয়ার খান এমপি । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্ল্যা জিসান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম সুমনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।
আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় ও খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। এসময় আনোয়ার খান এমপি আরো বলেন, আমাদের যুব সমাজ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় এসব দিকে যেন আন্তরিক হয়, নিজেদেরকে আরও সম্পৃক্ত করে। সেটা আমার আকাঙ্ক্ষা। সরকার ক্রীড়াঙ্গনে উন্নয়ন কাজ করছে। দেশের শিশুরা থেকে শুরু করে যুব সমাজ পর্যন্ত যাতে সবাই খেলাধুলার সুযোগ পায় এবং সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হয় সে লক্ষ্যে নিয়ে সরকার কাজ করছে।