চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে পতাকা উত্তোলন শেষে একটি বিজয় র্যালী বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলাকেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের কাযালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিনম্র শ্রদ্ধা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বিজয় র্যালীতে,উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগেরনেতাকর্মীগণ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদ ও ‘৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ১৫ নং ইউঃ চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মাহফুজুল হক,৯নং ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল,সাবেক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু,যুবলীগের যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন ইরান,যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন মোল্লা,সাবেক ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ,সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির, আরও উপস্থিত ছিলেন আওয়ামলীগের সহসভাপতি লোকমান তালুকদারআওয়ামী লীগনেতা কামাল মিজি,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান,সাবেক ছাত্রনেতা কামরুল সাউদ।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি প্রমুখ।মশিউর রহমান,আরফিন শুভ,রবিউল,তানবির প্রমুখ।