গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিকালে সংঘর্ষের পর বিএনপির কার্যালয়-সংলগ্ন নয়াপল্টন এলাকায় চলমান অভিযান এখনও অব্যাহত রয়েছে। তবে সকাল থেকেই নয়াপল্টন এলাকা রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। পল্টনের আশাপাশের এলাকার পরিস্থিতি ছিল স্বাভাবিক।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সরেজমিনে পল্টন এলাকা ও বিএনপির কার্যালয় ঘুরে দেখা যায়, রাস্তায় যানচলাচল স্বাভাবিক। তবে অন্যান্য দিনের তুলনায় পরিবহনের সংখ্যা ছিল কম। ফকিরাপুল অভিমুখে বিএনপি কার্যালয়ের রাস্তাটির প্রবেশমুখে পুলিশ বেরিকেড দিয়ে আটকে দিয়েছে। কার্যালয়ে প্রতিটি গলিতে পুলিশ সতর্ক অবস্থানে আছেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করছিলেন। কার্যালয় এলাকার সব দোকানপাট বন্ধ ছিল।
সকাল ৬টা থেকে এখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ কার্যালয় এলাকাকে নিয়ন্ত্রণে রেখেছে। বিজয়নগর নাইটেংল মোড়ে রিকশাচালকরা জানান, সকাল বেলা থেকেই যাত্রী পাওয়া যাচ্ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় কম।
রিকশাচালক শহিদুল বলেন, সকাল ৮টা থেকে বিজয়নগর থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত কয়েকবার যাত্রী নিয়ে গেছি। যাত্রী কম ছিল। রাস্তা ফাকা থাকায় চলা চলে অসুবিধা হয় নাই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু আমাদের মাতৃভূমিকে বলেন, নিরাপত্তার কারণে ভিআইপি রোডে কোনও যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যারা সরকারি দফতর, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে এবং গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছে, তাদের আমরা চেক করে পায়ে হেঁটে ঢুকতে দিচ্ছি। এ ছাড়া আজ এই এলাকার মার্কেটগুলি সপ্তাহিক বন্ধ।
আ/জা/দৈ/আ/মা