কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনা চক্রবর্তী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাজমুল হুদা, উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দিন, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মুকুল কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ,কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ সরকারি স্কুলের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, রোকেয়া মুনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেব্রুন নাহার জেবু, লেডিস ক্লাবের সাধারণসম্পাদিকা ইলা দেবী মল্লিক, হাজী কফিল উদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মোঃ শফিউল্লাহ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন, কালীগঞ্জ এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।