বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বক্তব্যে তিনি বলেন বগুড়াবাসী আমাকে অনেক ভালাবাসা দিয়েছে। আমার জীবদ্দশায় আপনারদের কথা কখনো ভুলবো না।
আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন। সকলের প্রতি আমার প্রাণঢালা ভালোবাসা ও শ্রদ্ধা রইল। চাকুরীর ক্ষেত্রে বদলী থাকবেই। আমরা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের যে প্রান্তেই যাই না কেন সাধারণ মানুষের সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য। আমি সবসময় চেষ্টা করেছি বগুড়ায় ভালো কাজগুলো করার জন্য। আপনাদের সহযোগিতায় সেগুলো করতে পেরেছি। এটাই আমরা সফলতা।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন যেটি বাস্তাবায়ন হয়েছে। সকল ধরণের সেবা এখন সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুল রফিক, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলুসহ প্রমুখ। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও এর প্রধানগণ উপস্তিত ছিলেন।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসকের উদ্দেশ্যে গান, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশন করা হয়। শেষে বিদায়ী বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হককে, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সময় কুমার পাল সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ।