প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর প্রশাসক হিসেবে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১ ঘটিকায় পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌরসভার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
সভায় পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আ.লীগ সহ-সভাপতি আরিফ উল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন,কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, আ.লীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাসরিন জাহান, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ,সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি সাইফ মো. সোহেল লস্কর, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, মাওলানা এবিএম ইদ্রিস,ছাত্রলীগ নেতা আবু ইউসুব রায়হান,নাজমুল ইসলাম মুন্না, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।
পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, পৌর শহরের সমস্যা চিহ্নিত করে নাগরিকদের সুবিধে নিশ্চিত করা হবে। এ সময় তিনি দল মত নির্বিশেষে মাদক, সন্ত্রাসমুক্ত আলোকিত পৌরসভা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মহারাজ বলেন, দলের মধ্যে বিরোধ সৃষ্টি করে কোন লাভ নেই।যারা বিরোধ সৃষ্টি করে তারা কখনোও দলের কল্যাণ চায় না।
এই মুহূর্তে দলকে তৃণমূল পর্যায়ে গতিশীল ও শক্তিশালী করা দরকার। কারণ মঠবাড়িয়ার এই আসনটি আগামী নির্বাচনে যে কোন মূল্যে গণতন্ত্রের মানসকন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। সবার শেষে দোয়া ও মোনাজাত পরিচালন করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।