ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন,গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নারী শিশু-সহ হাজারো নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে আজ সোমবার বাদ আসর কুষ্টিয়ার ভেড়ামারা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখা তো কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাদ আস র উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন সহ হাজারো মুসল্লি ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সংগঠনের ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডঃ মোঃ নুরুল আমিন জসিম। অন্যান্যের মধ্যে বক্তব্য, রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জামায়াত নেতা তারিক আহমেদ, ইসলামী ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ।
কুষ্টিয়া ভেড়ামারায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
কাজী মিজানুর রহমান ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি:
- আপডেট সময় ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- ৫৩৩ বার পড়া হয়েছে