বিশ্ব মুসলিমের আহবানে সাড়া দিয়ে ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইনে যোগ দিল হাজারও যশোরবাসী।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক গবেষক ও এ্যাক্টিভিস্ট বেনজীন খান।
তিনি তার বক্তব্যে বলেন, যে দুনিয়ায় ফিলিস্তিনিরা থাকবে না সে দুনিয়া আমাদের দরকার নাই। তিনি ইহুদি পন্য বয়কটের ডাক দেন এবং দোকানদারদের ইহুদিপন্য বিক্রি না করার আহবান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খানসহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের ব্যানারে মানবাধিকার কর্মীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন। তারা গাজায় গণহত্যার প্রতিবাদ জানান। তারা আমেরিকান মানবাধিকারের সমালোচনা করেন।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গাড়িখানা, চৌরাস্তা হয়ে রেলরোড, ভোলাট্যাংক রোড ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলে শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও নার্সিং কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার ও হাজার হাজার সাধারণ মানুষ স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন। এমনকি শিশুদেরও পতাকা হতে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। এসময় তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ফিলিস্তিনি পতাকা ও কালেমা খচিত পতাকা শোভা পাচ্ছিল।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল
-
যশোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির :
- আপডেট সময় ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ৫১৬ বার পড়া হয়েছে