রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (৫ এপ্রিল) পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু কাজী)’র সভাপতিত্বে এবং পাংশা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী খোন্দকার মাওলানা মো. আব্দুল হালিমের উপস্থাপনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি মো. আক্তারুজ্জামান এবং বিশেষ মেহমান হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিন, অধ্যাপক ডা. মো. আব্দুল মতিন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. আলিমুজ্জামান, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মো. হারুন অর রশিদ, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সুলতান মাহমুদ, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুর রব, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মো. ফজলুর রহমান, বালিয়াকান্দির মো. শরিফ মিয়া, মাছপাড়ার মো. আসাদুজ্জামান ও এস.এম রহমতুল্লাহ. পাংশা পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. মনজুর রহমান মিঞা, পাংশা পৌর জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মাওলানা মো. এনামুল হক, পাংশা পৌর জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারী আহমদ আলী মুন্সী, পাংশা পৌর জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারী ডা. মোহাম্মদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মো. আকরাম হোসেন, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডের সভাপতি হাফেজ মো. আবুল হাশেম, ৩নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল্লাহ নাছির, ৪নং ওয়ার্ডের সভাপতি কাজী নাজমুল হক, ৫নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল হাই, ৬নং ওয়ার্ডের সভাপতি মো. আকবর হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি মো. আকরামুজ্জামান, ৮নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুস সামাদ ও ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. আবু বক্কর প্রমূখ বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহ জুই (র.) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ মাহবুবুর রমহান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর পাংশায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৭:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- ৫২৪ বার পড়া হয়েছে