গতকাল ২৪ শে মার্চ সোমবার জেলা পরিষদ শিশু পার্কে ইফতার পার্টির আয়োজন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা ও বৈচিত্র থাকলেও সম্প্রীতি এবং সৌহার্দ থাকা দরকার। দলগুলোর মধ্যে যদি রাজনৈতিক বিভাজন থাকে তবে এই রাজনৈতিক বিভাজনই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। এখনই যদি খাওন-দাওয়ানের জন্য ব্যস্ত হয়ে পড়েন জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়া দেবে। সোমবার বিকেলে জেলা পরিষদ শিশুপার্কে গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ভিপি নুর আরো বলেন, আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ উতরে গেলে তাকে ভুলে যাই, তেমনি কোনঠাসা হয়ে পড়লে আমরা এক দল আরেক দলকে ডাকি একসাথে কাজ করার আহবান জানাই, কিন্তু বিপদ কেটে গেলে নিজেকে নিজে সর্বেসর্বা মনে করি। গন অভ্যুত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এদেশে কায়েম করেছিল সে পরিস্থিতি যেন ফিরে না আসে সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক দলের নেতারা যেন ফিরে না আসে। কোন রাজনৈতিক নেতাদের ডাকে ফ্যাসিস্টের পতন হয়নি। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গন অভ্যুত্থান হয়েছে। এখন কোন রাজনৈতিক দল যদি চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জুলুম-নির্যাতন চালিয়ে যায় মানুষ তাদেরকে ছাড়বে না। তাই রাজনৈতিক নেতৃবৃন্দের সহনশীল ও জনসাধারণের প্রতি সহমর্মী হওয়া প্রয়োজন।
গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সদস্যসচিব শাহ আলম সিকদারের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে গভঅধিকার পরিষদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদের এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।