শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পৌরসভা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল উদ্যোগে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন পথযাত্রীদের মধ্যে বিএনপি ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।
রমজান মাসের জন্য দোয়া চেয়ে ভেদেরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা পন্নী কাজী, অনিক মৃধা,এনাম বাবুচী,নাহিদ বেপারী পৌরসভা ছাত্রদলের নেতা, পাপ্পাু মোল্লা, হৃদয়, ইয়াসিন,সেলিম ও কলেজ শাখা ছাত্রদলের নেতা ,আশিক,সাদিদ,আকাশ ঢালী,কাওসার সহ অনেকের উদ্যোগে ছাত্রদলের সৌজন্যে মাসব্যাপী ইফতার কর্মসূচি আয়োজন করা হয়েছে।
প্রথম রোজা থেকে প্রতিদিনের ন্যায় উপজেলার বিভিন্ন সড়কে দিনমজুর শ্রমিক রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক অটো সিএনজি চালকদের মধ্যে এই ইফতার কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালনা করেন।
এ সময় উপজেলা ছাত্রদলের নেতা, পন্নী কাজী বলেন,রোজাদারের জন্যই ইফতার করার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে আমাদের সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি।
উপজেলা ছাত্রদলের নেতা,অনিক মৃধা বলেন,আমার নিজ অর্থায়নে প্রথম রমজান থেকে এই ইফতারের আয়োজন করেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের নেতা,এনাম বাবুচী বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে সুস্থতার কামনা করছি। উপজেলা ছাত্রদলের নেতা নাহিদ বলেন,
ভেদেরগঞ্জ উপজেলা,পৌরসভা ও কলেজ শাখা উদ্যোগে ছাত্র দলের আয়োজনে আমারা এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমরা রমজানে মাসব্যাপী এই কর্মসূচি চালিয়ে যাব।