কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আসন্ন ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতস্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামাল উদ্দিন (আনারস প্রতীক), তার ছেলে ও কর্মীর উপর হামলা করেছে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক হুমায়ুন কবির,জসিম উদ্দিন,রিপন,হারুনুর রশিদ,আব্দুর রশিদ,দেলোয়ার সহ ১২থেকে ১৫ জন।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে অত্র ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকায় নিজ নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সাধারণ জনগণসহ হাজার হাজার ভোটার অংশ নেয়। সংবাদ সম্মেলনে মোঃ কামাল উদ্দিন জানান, শুক্রবার সকাল (২৫ নভেম্বর) সাড়ে ১০ টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামমুড়া এলাকায় আমি, আমার ছেলে ও কর্মীরা নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সাথে কৌশল বিনিময়ের উদ্দেশ্য তাদের বাড়ি বাড়ি যাই।
নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সাথে কৌশল বিনিময়ের এক পর্যায় পূর্ব থেকে উৎপেতে থাকা ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা আমাদের গতিরোধ করে। এসময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঠা ও হাতাহাতির মাধ্যমে গুরুত্বর হামলা চালায় ।
এতে আমি, আমার ছেলে,আমার শুভাকাঙ্খী খালেক, জলিল,মাসুদ,ওহাব,আমান,জামাল উদ্দিন,আলী আশরাফ সর্দার,আবু ইসহাক,সুলতান আহম্মদ,রাজ্জাক ও রহিম গুরুতর আহত হয়। একই সঙ্গে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আমাকে ও আমার কর্মীদের প্রাণনাশের হুমকি দেয় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সদর দক্ষিণ উপজেলার এই ইউনিয়নের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি নির্বাচন কর্মকর্তার সুদৃষ্টি প্রত্যাশা করেন। থানায় কোন লিখত অভিযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জকে মুঠোফোনে জানিয়েছি তবে এখন পর্যন্ত বাদী হয়ে থানায় কোন অভিযোগ করি নাই।