নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হামলাকারীদের মধ্যে অনেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। তবে হামলা-ভাঙচুরের সময় দুটি বাড়ির বাসিন্দাদের কেউ ছিলেন না।
স্থানীয়দের বরাতে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে শতাধিক কিশোর-তরুণ ও যুবক লাঠিসোঠা নিয়ে মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা চালায়।’
এসময় হামলাকারীরা মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদের
বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে ড্রইংরুমে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদরা