ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মিরাজ-তাইজুলদের স্পিনে ধার বাড়াতে মিরপুরে মুশতাক

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বল্প মেয়াদে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন মুশতাক আহমেদ। সেই তাকে পরবর্তীতে লম্বা সময়ের জন্য চেয়েও পায়নি বিসিবি। অন্য একটি দলের সঙ্গে কাজ করায় আপাতত সিরিজ বাই সিরিজ কাজের ফাঁকে বাংলাদেশি স্পিনারদের নিয়ে কাজ করছেন মুশতাক। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ছিলেন মুশতাক। তার নেতৃত্বে বেশ সাফল্য পায় বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে আসে বাংলাদেশ। যেই টেস্টেও অন্যতম ভূমিকা রেখেছিল স্পিনাররা। যার কৃতিত্ব যায় তার ওপরও।

অবশ্য এরপর ভারত সিরিজে থাকা হয়নি তার। আলো ছড়াতে পারেনি বাংলাদেশি স্পিনাররাও। তবে এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আবার তাকে দলে যুক্ত করেছে বিসিবি। মিরাজ-তাইজুল-নাঈমদের স্পিনে ধার বাড়াতে মুশতাকের শরণাপন্ন হয়েছে বিসিবি।

আগামী ২১ অক্টোবর মিরপুর টেস্ট সামনে রেখে শুক্রবার রাতে ঢাকায় আসেন মুশতাক, পরবর্তীতে আজ (শনিবার) যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলনে।

এদিন বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের নয়া প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন মুশতাক। এ দফায় কতদিন কাজ করবেন মুশতাক। সেটি অবশ্য এখনও জানায়নি বিসিবি। পাকিস্তান সিরিজে মুশতাক কাজ করেছিলেন দিনভিত্তিক চুক্তিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড় অভিযান চালানোর শঙ্কা

মিরাজ-তাইজুলদের স্পিনে ধার বাড়াতে মিরপুরে মুশতাক

আপডেট সময় ০৩:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বল্প মেয়াদে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন মুশতাক আহমেদ। সেই তাকে পরবর্তীতে লম্বা সময়ের জন্য চেয়েও পায়নি বিসিবি। অন্য একটি দলের সঙ্গে কাজ করায় আপাতত সিরিজ বাই সিরিজ কাজের ফাঁকে বাংলাদেশি স্পিনারদের নিয়ে কাজ করছেন মুশতাক। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ছিলেন মুশতাক। তার নেতৃত্বে বেশ সাফল্য পায় বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে আসে বাংলাদেশ। যেই টেস্টেও অন্যতম ভূমিকা রেখেছিল স্পিনাররা। যার কৃতিত্ব যায় তার ওপরও।

অবশ্য এরপর ভারত সিরিজে থাকা হয়নি তার। আলো ছড়াতে পারেনি বাংলাদেশি স্পিনাররাও। তবে এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আবার তাকে দলে যুক্ত করেছে বিসিবি। মিরাজ-তাইজুল-নাঈমদের স্পিনে ধার বাড়াতে মুশতাকের শরণাপন্ন হয়েছে বিসিবি।

আগামী ২১ অক্টোবর মিরপুর টেস্ট সামনে রেখে শুক্রবার রাতে ঢাকায় আসেন মুশতাক, পরবর্তীতে আজ (শনিবার) যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলনে।

এদিন বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের নয়া প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন মুশতাক। এ দফায় কতদিন কাজ করবেন মুশতাক। সেটি অবশ্য এখনও জানায়নি বিসিবি। পাকিস্তান সিরিজে মুশতাক কাজ করেছিলেন দিনভিত্তিক চুক্তিতে।