সম্ভাবনায় সমৃদ্ধ ভবিষ্যতের হাতছানি ভোলায় দ্বীপজেলা ভোলা যেন দিন দিন পর্যটনের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। প্রকৃতি তার অপার সৌন্দর্য মেলে ধরছে ক্রমশ।
পাহাড় আর ঝরনা ছাড়া পর্যটনের আর কোনো উপাদান যেন এখানে বাকি নেই। প্রাকৃতিকভাবে সমুদ্র সৈকত, জীববৈচিত্র্য, সাগরের জলরাশি পর্যটকের প্রতি মুগ্ধতা ছড়াচ্ছে। সুবিস্তৃত তারুয়া সমুদ্র সৈকত, খেজুর গাছিয়া সমুদ্র সৈকত, চর কুকরি-মুকরিতে হরিণসহ নানা জীবপ্রাণী, আর সাগর নদীর উপকূলীয় মোহনীয়তা। এই সবকিছুই হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের।
ভোলার মানুষ খুবিই ভ্রমণ প্রিয় তাই ভ্রমণ পিপাসুদের পরিবার নিয়ে আনন্দময় সময় কাটানোর জন্য ভোলা শহরের কাছেই তৈরি করা হয় তুলাতুলি শিশু পার্ক। ভোলার মানুষ একটু সময় পেলে উক্ত নদী ঘেঁষা পার্কটিতে পরিবার নিয়ে সময় কাটাতে ছুটে যান।
তবে দুঃখের বিষয় সম্প্রতি কিছু ঊঠতি বয়সি তরুণ তরুণীরা অশ্লীল এবং বেহায়াপনা ভাবে পার্কটি ব্যবহার করে আসছে যাহা পরিবার পরিজন নিয়ে ঘোড়ার মতো পরিবেশ আর থাকছেনা।
সম্প্রতি গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল অব্দি পর্যান্ত তরুণ তরুণীদের কিছু অশ্লীল ছবি ফেসবুকে প্রকাশ পেয়েছে যা রীতিমত ভোলা শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
সচেতন মহলের দাবী -এমন কর্মকাণ্ড চলতে থাকলে কিছুদিনের বিতর পর্যটন স্পর্টটি সাধারণ মানুষের গ্রহণযোগতা হারাবে এবং
বিষয়টি অতি দ্রুত ভোলা জেলার প্রশানের দৃষ্টি রাখার জন্য এবং এই বেহায়াপনার বিরুদ্ধে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।