ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে ছাত্রদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট জেলা শাখার অধীনস্থ লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয় এবং একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্তে অনুমোদন করেছেন বলেও বার্তায় উল্লেখ করেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব শাওন জোয়ারদারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শাওন জোয়ারদারকে বহিষ্কার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:২৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট জেলা শাখার অধীনস্থ লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয় এবং একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্তে অনুমোদন করেছেন বলেও বার্তায় উল্লেখ করেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব শাওন জোয়ারদারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শাওন জোয়ারদারকে বহিষ্কার করা হয়েছে।