কুমিল্লায় ভারতে থেকে আসা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বসত-ভিটা ও ফসল রক্ষার জন্য গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার(১৬ অক্টোবর) বিকালে সদরের চাঁনপুর স্টীলব্রীজ সংলগ্ন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরে ভারতে থেকে আসা পাহাড়ি ঢলের সঙ্গে আসা গোমতীর পানি পাড়ের কৃষকের জমিতে পড়ে। বর্তমানে ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তাই
উপদেষ্টা নৌ- পরিবহন মন্ত্রণালয় কাছে দাবি, গোমতীর নদীর দুই পারে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ নদী খনন করে যেন ফসলি জমি রক্ষা করা হয়।
মানববন্ধনে সর্বস্তরের কৃষকের পক্ষে বক্তব্য দেন খন্দকার ইয়াসির আহমেদ, জহিরুল ইসলাম বেলাল,আবু সারোয়ার উৎপল,গোলাম মোস্তফা, মো.মামুন খন্দকার,আবদুল বারেক,কামাল খন্দকার,মো.শামীম খন্দকার সহ আরোঅনেকে।