প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গা পূজায় চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সর্বোপরি আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হয়েছে।
গত ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়িক প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা যা ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। দুপুর থেকে বিভিন্ন পূজা মন্ডপ থেকে আসতে থাকে প্রতিমা পতেঙ্গা সমুদ্র সৈকতে। লক্ষাদিক মানুষের আনাগনায় মুখরিত হয়ে ওঠে পতেঙ্গার চারপাশ।
আইনশৃঙ্খলা বাহিনীকেও দেখা গিয়েছে তৎপর অবস্থায়
প্রায় কয়েক শতাধিক আইনখালা বাহিনী পুরো রাস্তা কে উন্মুক্ত করে দিয়ে প্রতিমা বিসর্জনে কাজ করেছেন। যদিও
দেশের চলমান পরিস্থিতি কিছুটা হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকেও তারপরও সার্বিক নিরাপত্তা দিতে পেরে খুশি তারা।
মায়ের বিদায় যদিও অনেক কষ্টের তারপরও মাকে বিদায়
দিতে হবে এটাই নিয়ম কারণ মাকে যেতে হবে অনেক দূর। এই আগমনে মায়ের ভক্তদের চাওয়া ছিল সমগ্র বাংলাদেশের শান্তি বর্ষিত হোক এবং মায়ের আগমন শান্তি ও কল্যাণ বয়ে আনুক পৃথিবী জুড়ে। বৈষম্যতা দূর হোক মানুষের মাঝে হানাহানি মারামারি বন্ধ হোক দেশের শান্তি ফিরে আসুক এবং ভ্রাতৃত্ববোধ তৈরি হোক। সকল সম্প্রদায়ের মানুষের মঙ্গল কামনাই যেনো ছিল এবারের শারদীয় দুর্গাপূজার মূল ও মুখ্য বিষয়। দেশের চলমান পরিস্থিতিতে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের সকলে।
সুন্দর শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারায় ধর্ম উপদেষ্টা ও সরকারের প্রধান উপদেষ্টার প্রতি ও কৃতজ্ঞতা জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। আসছে বছর মা আবারও আসবেন ধরণীতে এবং সুখ ও কল্যাণ বয়ে আনবেন ভক্ত অনুকূলের এমনটাই প্রত্যাশা সকলের।