ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে শনিবার (১২ অক্টোবর) বিকালে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)। তিনি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। তাকে কসবা থানা পুলিশে সোপর্দ করা হবে।
আটক হওয়া এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে জয়েন্ট সেক্রেটারী হিসেবে কমরত ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮—এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্ম সচিব ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করেছেন।
আটক যুগ্ম সচিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রজু হওয়ার প্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন। তিনি জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে জয়েন্ট সেক্রেটারী হিসেবে কমরত ছিলেন।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ.এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।