চট্টগ্রামে সরকারের পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত ডবলমুরিং থানা যুবলীগ নেতা আশ্রাফকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ৯ সেপ্টেম্বর গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। গ্রেফতার আশ্রাফ পাহাড়তলী থানাধীন মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের সালেহ জহুরের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম বলেন, চট্টগ্রামের ঈদগাঁ থেকে গত ৫ আগস্ট ছাত্র-জনতা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সের সামনে এলে যুবলীগ কর্মী আশ্রাফের নেতৃত্বে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিছিলে গুলিবর্ষণ করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আনোয়ার হোসেন নামে এক সিএনজি অটোচালকের ডান হাতে গুলিবিদ্ধ হয়। পরে তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় সিএনজি চালক আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানায় ১৩০ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার মূল আসামি ছিলেন যুবলীগ কর্মী আশ্রাফকে রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) সকালেই তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
আনন্দ মিছিলে গুলি করা চট্টগ্রামের সেই যুবলীগ কর্মী আশ্রাফ গ্রেফতার
- স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
- আপডেট সময় ১১:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- ৫৩৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ