ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি কে এই সাদিক শিগগিরই ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: শিবির সভাপতি চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার সরকার পতনের পর এই প্রথম মুখ খুললেন সাদ্দাম-ইনান কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা

পানিবন্ধি ৪লক্ষাধীক ১৭২টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২৫হাজার মানুষ কুমিল্লার লাকসাম -মনোহরগঞ্জে বন্যার অবনতি?

টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানে ভারত থেকে আসা ঢলে কুমিল্লার লাকসাম -মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতিতে ঢাকাতিয়া নদীর পানি বৃদ্ধি নতুন করে শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে ঢাকাতিয়া নদীর পানি উপচে ও বিভিন্ন এলাকায় ডাইক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে ২উপজেলায় ৪লক্ষাধিক মানুষ পানিবন্ধি রয়েছেন এবং ১৭২টি আশ্রয় কেন্দ্রে ইতিপূর্বে প্রায় ২৫হাজার লোক আশ্রয় নিয়েছেন। পাশাপাশি পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে।

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা অফিসের তথ্যমতে, আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ডাকাতিয়া নদীর পানি সব পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নদীর পানি বিভিন্ন পয়েন্টে আগের তুলনায় বেড়েছে।

লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে ডাইক ভেঙে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে লাকসাম পৌরসভা, লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।এতে প্রায় ৪লক্ষাধিক মানুষ পানিবন্ধি রয়েছে। এছাড়াও লাকসাম উপজেলার ৬৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১৩হাজার মানুষ এবং মনোহরগঞ্জ উপজেলার ১০৫টি আশ্রয় কেন্দ্রে ১২হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তবে কিছু আশ্রয় কেন্দ্রের নিচতলা ডুবে যাওয়ায় আশ্রয় গ্রহনকারীদের মধ্যে আতংক বিরাজ করছে।
তবে দুই উপজেলায় পানিবন্ধি ও আশ্রয় নেওয়া লোকদেরকে উপজেলা প্রশাসন,জামায়াতে ইসলামী,বিএনপি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন -আমার মনোহরগঞ্জ উপজেলাবাসী ভালো নেই। তারপরও আমরা সকলকে নিয়ে আমাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি এবং এটা চলমান থাকবে।তিনি জানান-ইতিপূর্বে উপজেলাটির ১০৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১২হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে।

সেইভ দ্যা হিউমিনিটি এর চেয়ারম্যান ও জামায়াত নেতা এডভোকেট বদিউল আলম সুজন জানিয়েছেন -লাকসাম উপজেলার ৬৭টি আশ্রয় কেন্দ্রে, লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্ধি মানুষকে নিরাপদ রাখতে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াত-শিবির এবং সেইভ দ্যা হিউমিনিটি সর্বোচ্চ ভূমিকা রেখে যাচ্ছে। তাদের প্রতিবেলা শুকনা খাবারসহ সকল বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন-লাকসাম মনোহরগঞ্জ উপজেলার বিএনপির অভিভাবক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। বন্যায় বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা চুড়ান্ত করা হচ্ছে, ইনশাআল্লাহ ২/১দিনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পৌঁছাতে শুরু করবো।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরন্নবী বলেন, আমরা হাতে হাত রেখে থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট, কাচারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা কোনো বক্তব্য দিতে আসিনি। এসেছি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

কুমিল্লার মনোহরগন্জ উপজেলার যে সকল গ্রাম গুলো বন্যার পানিতে তলিয়ে গেছে সেগুলো হলো,,,১)চিলুয়া ২) জলিপুর ৩)পেয়ারাতলী ৪) নোয়াগাও ৫) আনদিরপাড় ৬)মাঝিয়াখালী ৭) সরসপুর ৮) ভাউপুর ৯) বানঘর ১০)হাওরা ১১) মড়হ ১২) বচইড় ২ ওয়ার্ড সহ দৈয়ারা ১৩)যাদবপুর ১৪) উত্তর হাওলা ১৫) ফেনুয়া১৬)তাহেরপুর ১৭) দাড়াচো ১৮) ভরনী খন্ড ১৯)ছিখটিয়া ২০) মৈশাতুয়া ২১)রশীদ পুর ২২) ডুমুরিয়া ২৩)হাটিরপার ২৪) দিশা বন্দ ২৫) মান দুরী ২৬) গাজীয়াপাড়া ২৭) আতাকরা,,,২৮!বান্দুয়াইন
২৯!শিকচাইল, ৩০!হাতিয়া মুড়ি ৩১! পূর্ব বাতাবাড়িয়া ৩২!পাঁচ পুকুরিয়া ৩৩! উল্লা পাড়া ৩৪!সাতেশ্বর,
৩৫! পশ্চিম বাতাবাড়িয়া ৩৬!খিলা ,,,৩৭।ঠেংগার বাম মনোহরগন্জ বাসীর দিকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন,,,

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার।

পানিবন্ধি ৪লক্ষাধীক ১৭২টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২৫হাজার মানুষ কুমিল্লার লাকসাম -মনোহরগঞ্জে বন্যার অবনতি?

আপডেট সময় ০৫:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানে ভারত থেকে আসা ঢলে কুমিল্লার লাকসাম -মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতিতে ঢাকাতিয়া নদীর পানি বৃদ্ধি নতুন করে শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে ঢাকাতিয়া নদীর পানি উপচে ও বিভিন্ন এলাকায় ডাইক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে ২উপজেলায় ৪লক্ষাধিক মানুষ পানিবন্ধি রয়েছেন এবং ১৭২টি আশ্রয় কেন্দ্রে ইতিপূর্বে প্রায় ২৫হাজার লোক আশ্রয় নিয়েছেন। পাশাপাশি পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে।

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা অফিসের তথ্যমতে, আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ডাকাতিয়া নদীর পানি সব পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নদীর পানি বিভিন্ন পয়েন্টে আগের তুলনায় বেড়েছে।

লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে ডাইক ভেঙে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে লাকসাম পৌরসভা, লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।এতে প্রায় ৪লক্ষাধিক মানুষ পানিবন্ধি রয়েছে। এছাড়াও লাকসাম উপজেলার ৬৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১৩হাজার মানুষ এবং মনোহরগঞ্জ উপজেলার ১০৫টি আশ্রয় কেন্দ্রে ১২হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তবে কিছু আশ্রয় কেন্দ্রের নিচতলা ডুবে যাওয়ায় আশ্রয় গ্রহনকারীদের মধ্যে আতংক বিরাজ করছে।
তবে দুই উপজেলায় পানিবন্ধি ও আশ্রয় নেওয়া লোকদেরকে উপজেলা প্রশাসন,জামায়াতে ইসলামী,বিএনপি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন -আমার মনোহরগঞ্জ উপজেলাবাসী ভালো নেই। তারপরও আমরা সকলকে নিয়ে আমাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি এবং এটা চলমান থাকবে।তিনি জানান-ইতিপূর্বে উপজেলাটির ১০৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১২হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে।

সেইভ দ্যা হিউমিনিটি এর চেয়ারম্যান ও জামায়াত নেতা এডভোকেট বদিউল আলম সুজন জানিয়েছেন -লাকসাম উপজেলার ৬৭টি আশ্রয় কেন্দ্রে, লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্ধি মানুষকে নিরাপদ রাখতে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াত-শিবির এবং সেইভ দ্যা হিউমিনিটি সর্বোচ্চ ভূমিকা রেখে যাচ্ছে। তাদের প্রতিবেলা শুকনা খাবারসহ সকল বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন-লাকসাম মনোহরগঞ্জ উপজেলার বিএনপির অভিভাবক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। বন্যায় বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা চুড়ান্ত করা হচ্ছে, ইনশাআল্লাহ ২/১দিনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পৌঁছাতে শুরু করবো।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরন্নবী বলেন, আমরা হাতে হাত রেখে থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট, কাচারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা কোনো বক্তব্য দিতে আসিনি। এসেছি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

কুমিল্লার মনোহরগন্জ উপজেলার যে সকল গ্রাম গুলো বন্যার পানিতে তলিয়ে গেছে সেগুলো হলো,,,১)চিলুয়া ২) জলিপুর ৩)পেয়ারাতলী ৪) নোয়াগাও ৫) আনদিরপাড় ৬)মাঝিয়াখালী ৭) সরসপুর ৮) ভাউপুর ৯) বানঘর ১০)হাওরা ১১) মড়হ ১২) বচইড় ২ ওয়ার্ড সহ দৈয়ারা ১৩)যাদবপুর ১৪) উত্তর হাওলা ১৫) ফেনুয়া১৬)তাহেরপুর ১৭) দাড়াচো ১৮) ভরনী খন্ড ১৯)ছিখটিয়া ২০) মৈশাতুয়া ২১)রশীদ পুর ২২) ডুমুরিয়া ২৩)হাটিরপার ২৪) দিশা বন্দ ২৫) মান দুরী ২৬) গাজীয়াপাড়া ২৭) আতাকরা,,,২৮!বান্দুয়াইন
২৯!শিকচাইল, ৩০!হাতিয়া মুড়ি ৩১! পূর্ব বাতাবাড়িয়া ৩২!পাঁচ পুকুরিয়া ৩৩! উল্লা পাড়া ৩৪!সাতেশ্বর,
৩৫! পশ্চিম বাতাবাড়িয়া ৩৬!খিলা ,,,৩৭।ঠেংগার বাম মনোহরগন্জ বাসীর দিকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন,,,