দক্ষিণ চিলির আইসেন অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক অ্যারোনটিক্স ডিরেক্টরেট।
স্থানীয় সংবাদ সংস্থার বরাতে সিনহুয়া জানিয়েছে, বিমানটির দুই পাইলট এবং ৬ আরোহী নিহত হয়েছেন এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, খারাপ আবহাওয়াকে এ দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।
দেশটির প্রেসিডেন্টের আঞ্চলিক প্রতিনিধি রদ্রিগো আরায়া স্থানীয় মিডিয়াকে বলেছেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। এজন্য আঞ্চলিক প্রসিকিউটরের নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে।