ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১

সিলেটে বিএনপির গণসমাবেশে ব্যাজ বিক্রি করতে শরীয়তপুরের মামুন

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৯ নভেম্বর)। এরই মধ্যে বিএনপির দলীয় লোগোখচিত ব্যাজ বিক্রি করতে সিলেটে এসেছেন শরীয়তপুরের মামুন খান। সর্বশেষ ফরিদপুরে বিএনপির সমাবেশে প্রায় ৮ হাজার টাকা লাভ করা মামুন এবার এই সংখ্যা দ্বিগুণ করতে চান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে এসেছেন মামুন খান। সমাবেশস্থলের মূল প্রবেশপথের কাছে বিএনপির ব্যাজের পসরা সাজিয়ে বিক্রি করছেন তিনি।

মামুন খান ঢাকা পোস্টকে জানান, তিনি রাজধানী ঢাকায় বসবাস করেন। ব্যাজ বিক্রি করাই তার পেশা। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় প্রোগ্রামে ব্যাজ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বিএনপির খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের গণসমাবেশেও তিনি গিয়েছিলেন। গত চারটি গণসমাবেশে তার গড় বিক্রি ছিল ৩০-৩৫ হাজার টাকা। এর মধ্যে ফরিদপুরে তিনি প্রায় ৮ হাজার টাকা আয় করেছিলেন। সিলেটে এই আয়ের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, বিএনপি ও সকল সহযোগী সংগঠনের ব্যাজ, পতাকা, স্টিকার তার কাছে রয়েছে। সিলেটে গত ১ ঘণ্টায় তিনি বিক্রি করেছেন প্রায় ১ হাজার টাকা।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হবে বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ

সিলেটে বিএনপির গণসমাবেশে ব্যাজ বিক্রি করতে শরীয়তপুরের মামুন

আপডেট সময় ১২:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৯ নভেম্বর)। এরই মধ্যে বিএনপির দলীয় লোগোখচিত ব্যাজ বিক্রি করতে সিলেটে এসেছেন শরীয়তপুরের মামুন খান। সর্বশেষ ফরিদপুরে বিএনপির সমাবেশে প্রায় ৮ হাজার টাকা লাভ করা মামুন এবার এই সংখ্যা দ্বিগুণ করতে চান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে এসেছেন মামুন খান। সমাবেশস্থলের মূল প্রবেশপথের কাছে বিএনপির ব্যাজের পসরা সাজিয়ে বিক্রি করছেন তিনি।

মামুন খান ঢাকা পোস্টকে জানান, তিনি রাজধানী ঢাকায় বসবাস করেন। ব্যাজ বিক্রি করাই তার পেশা। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় প্রোগ্রামে ব্যাজ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বিএনপির খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের গণসমাবেশেও তিনি গিয়েছিলেন। গত চারটি গণসমাবেশে তার গড় বিক্রি ছিল ৩০-৩৫ হাজার টাকা। এর মধ্যে ফরিদপুরে তিনি প্রায় ৮ হাজার টাকা আয় করেছিলেন। সিলেটে এই আয়ের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, বিএনপি ও সকল সহযোগী সংগঠনের ব্যাজ, পতাকা, স্টিকার তার কাছে রয়েছে। সিলেটে গত ১ ঘণ্টায় তিনি বিক্রি করেছেন প্রায় ১ হাজার টাকা।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হবে বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।