ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বোরহানউদ্দিনে পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর মৃধা’র বসতবাড়িতে হামলা। বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ

নোয়াখালীতে মানব পাচারকারী গ্রেপ্তার, ৪ নারী উদ্ধার

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচারকালে সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আবু বক্কর ছিদ্দিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অভাব-অনটনে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে আর্থিক সচ্ছলতা এনে দেওয়ার কথা বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র। গত শনিবার (১২ নভেম্বর) বিদেশে নেওয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার কথা বলে বুধবার (১৬ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। এরপর পাচারকারী চক্রের হোতা ছিদ্দিকের বাড়িতে রেখে জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়।

পরবর্তীতে ৪ নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে স্থানীয়রা তাদের পাচার করার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

ওসি মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৪ নারীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগী মোছাম্মৎ ছামিরা আক্তার (২৪) বাদী হয়ে ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই চক্রের অন্যতম হোতা প্রধান আসামি আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

নোয়াখালীতে মানব পাচারকারী গ্রেপ্তার, ৪ নারী উদ্ধার

আপডেট সময় ১২:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচারকালে সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আবু বক্কর ছিদ্দিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অভাব-অনটনে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে আর্থিক সচ্ছলতা এনে দেওয়ার কথা বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র। গত শনিবার (১২ নভেম্বর) বিদেশে নেওয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার কথা বলে বুধবার (১৬ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। এরপর পাচারকারী চক্রের হোতা ছিদ্দিকের বাড়িতে রেখে জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়।

পরবর্তীতে ৪ নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে স্থানীয়রা তাদের পাচার করার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

ওসি মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৪ নারীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগী মোছাম্মৎ ছামিরা আক্তার (২৪) বাদী হয়ে ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই চক্রের অন্যতম হোতা প্রধান আসামি আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।