রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও বাংলাদেশ আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির পূর্বে বাংলাদেশ কৃষকলীগ মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিনব্যাপি পুলিশের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন।
একই সাথে উপজেলা কৃষকলীগের আয়োজনে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রুপ প্রকল্প বাস্তবায়নে কৃষকের ভূমিকা সম্পর্কে সমাবেশ,র্যালী ও আলোচনা সভার ডাক দেয়। বাংলাদেশ কৃষকলীগের উপজেলা শাখার আয়োজনে বেগম রোকেয়া অডিটেরিয়ামের সামনে বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।
অপরদিকে জনপ্রতিনিধিত্ব গণবিরোধী স্বৈরাচারী সরকার কর্তৃক জ্বালানী তেল, ভোজ্য তেল,সার চালসহ,সকল পণ্যের মূল্যবৃদ্ধি,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি অসহনীয় লোডশেডিং,ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন।উপজেলার বণিক সমিতির পূর্ব পাশে আব্দুল কাদের রুনুর চাতালে বিকাল সাড়ে ৪ টায় মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিছুর রহমান লাকু,সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী,সাজেদুর রহমান রানাসহ প্রমূখ।