কিশোরগঞ্জ জেলার তিন উপজেলার সীমানা ঘেঁষে ঘরে উঠা পুলেরঘাট(কালিয়াচাপড়া) বাজার, কিশোরগঞ্জ সদর, কঠিয়াদী, এবং পাকুন্দিয়া থানার সীমানা নিয়ে, কিশোরগঞ্জ টু ভৈরব, পাকুন্দিয়া টু নিকলি এই চার রাস্তায় সংযোগস্থল হলো ঐতিহ্যবাহী এই পুলেরঘাট বাজার, যেখানে দূর দুরান্ত থেকে আসে মানুষ এই বাজারে বলা চলে যেন একটি উপশহর ।
একমাত্র আড্ডা এবং নিত্যদিনের প্রয়োজনের সঙ্গী হিসেবে দীর্ঘদিন ধরে চলে আসছে। উল্লেখ্য পুলেরঘাট উপশহরে মানুষের দ্রুত চাহিদার প্রয়োজনে কিশোরগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগের সুযোগ করে দেওয়া কার্যকর্ম তৈরি হচ্ছে । আর এই পুলেরঘাট বাজার ব্যবসায়ীদের বণিক সমিতির নির্বাচন সুদীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে।
বাজার ব্যবসায়ীদের বণিক সমিতি নির্বাচন সুদীর্ঘ কাল পর ৯ তারিখ প্রতীক দেয়ার মাধ্যমে শুরু হয় যেন আরো জমজমাট, আর তা অবসন হবে আগামী ১৯ নবেম্বর রোজ শনিবার ভোটের মাধ্য দিয়ে। নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশন মোঃ শারফুল ইসলাম একাডেমি সুবারভাইজার পাকুন্দিয়া, কমিশন মোঃ মতিউর রহমান সচিব পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ , হরি গোবিন্দ বনিক ভূমি কর্মকর্তা পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ, বণিক সমিতির ভোটার সংখ্যা ১৩৩০টি।
আসন্ন নির্বাচন নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে ব্যস্ত সময় পার করছে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা।পুলেরঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ০৩ জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ০৩ জন মোট বিভিন্ন পদে পার্থী হলো ৩৬ জন, যেখানে মো রবিউল আওয়াল ধর্ম বিষয়ক সম্পাদক এবং মো শামীম প্রচার সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, বাকি প্রার্থীরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে এবং ব্যবসায়ী ভোটারদের কাছে দিচ্ছে বাজার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি।
বণিক সমিতির সভাপতি, সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থীরা বলেন, বণিক সমিতি বাজার ব্যবসায়ীদের সংগঠন এই সংগঠন বাজার ব্যবসায়ীদের বিপদে আপদে সব সময় পাশে থাকে, ভবিষ্যতেও থাকবে। তাদের সবারই বক্তব্য পাশ করলেও সবার পাশে থাকবো না পাশ করলেও পাশে থাকবো।
পরিশেষে শুভাকাঙ্ক্ষী সহ বাজারের সকল ভোটারের কাছে দোয়া ও সহযোগিতা প্রতার্শী করেন। সকল ভোটারদের আশা নির্বাচন হোক সবার অংশ গ্রহনের মধ্যদিয়ে, এবং ব্যবসায়ীরা তার মূল্যবান ভোটাধিকার সঠিক ভাবে প্রয়োগ করতে পারে, যেন কোন কারচুপি না হয়, কারণ আজকাল টাকা দিয়ে অনেকে অনেক কিছু করে।তাই তারা চাই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং যার যার পছন্দের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করবে।